খতিয়ান

ভাঙ্গা মন (নভেম্বর ২০১৯)

মোঃ মোখলেছুর রহমান
  • ৯৬
কি পেয়েছি কি চেয়েছি থাক খতিয়ান;
নির্ঘুম জোসনা ঝরে শিশিরের সাথে
নৈশব্দ নীলিমা খুলে তারার জেওর,
প্রাতের দুর্বায় চিকচিক জ্বলে মান-অভিমান।

বুকের জমিন খুঁড়ে বিরহ-লাঙল
ঘৃণা বুনে বুনে ফলে দূরত্ব ফসল;
এতটা দূরত্ব! তোলে বয়সের ছাল-
কেঁদে ফেরে পথে পথে সলজ প্রণয়।

অবিশ্বাস-তোড় পাড় ভেঙে ভেঙে পথ ভোলে নদী,
জলজ সৌহার্দ্যে ডুবে মরে আশা,আর-
ভরে উঠে বিষণ্ণের অথৈ পারাবার;
হৃদয়ের ভুল-পথে তেড়ে আসে কষ্ট, নীরব জলধি।

সুতানলী সাপ সেলাইয়ে হয়ে আছে সুতো-
একাকিত্ব জোড়া-তালি হবেনা কখনো;
নির্জীব নিস্তেজ যদি তখনও সূঁচে,
গরল মেশানো দূরত্ব কখনো কি ঘুচে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাসুম পান্থ চমৎকার কবিতা
অশেষ শুভ কামনা পান্থ ভাই।
সেলিনা ইসলাম চমৎকার কবিতা! "তোড় পাড়"শব্দটা কী তোলপাড় হবে? বেশ ভালো লিখেছেন। শুভকামনা রইল।
কবিতাটি মনোযোগ দিয়ে পড়েছেন এজন্য সাধুবাদ জানাই। শব্দ দুটি আলাদা আলাদা ব্যবহার করেছি এবং আলাদা অর্থও রয়েছে। ধন্যবাদ, ভাল থাকবেন।
নাজমুল হুসাইন ভালো লাগা রইলো প্রিয় কবি।
আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা নাজমুল ভাই।
কেতকী অনেকদিন পর সুতানলী সাপের কথা পড়ে নস্টালজিক হলাম। সুন্দর কবিতা। শুভেচ্ছা সহ ভোট রইলো।
আন্তরিক শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রিয় কবি।
রঙ পেন্সিল দুরত্ব নাহয় নাই ঘুচলো তবু কবিতাটা পড়ে মনটা ভাল হয়ে গেল। মনের মত কবিতা। শুভকামনা।
অনেক শুভকামনা ও শুভেচ্ছা কবি।
Hasan ibn Nazrul বুকের জমিনে লাঙল চালিয়ে দূরত্বের ফসল ফলে! চমৎকার চমৎকার। শুভ কামনা
আন্তরিক শুভেচ্ছা দাদা ভাই।
এই মেঘ এই রোদ্দুর ভালো লাগলো কবিতা
অনেক শুভ কামনা জানাই কবি।
Jamal Uddin Ahmed মোখলেছ ভাই, অনেক সুন্দর কবিতা। শুভ কামনা ও ভোট।
অনেক কৃতজ্ঞতা জামাল ভাই,সুস্থ্য থাকুন, সুন্দর থাকুন সব সময় এই দুয়া করি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

ভাঙামন কখনও জোড়া লাগেনা, আবার ভাঙা মনের একাকিত্ব হৃদয়কে পেষে;এই দ্বৈততাই সামঞ্জস্যের উপজীব্য।ৃ

১৯ মার্চ - ২০১৭ গল্প/কবিতা: ৫৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "ভালবাসা”
কবিতার বিষয় "ভালবাসা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ জানুয়ারী,২০২৫